বাণিজ্য

বায়ুবিদ্যুৎ প্রকল্পে ১৩০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব দিল ডেনমার্কের দুই কোম্পানি

ডেনমার্কের দুটি প্রতিষ্ঠান বাংলাদেশের বঙ্গোপসাগরে ‘অফশোর উইন্ড এনার্জি’ শীর্ষক বায়ুবিদ্যুৎ প্রকল্পে ১৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে, যা দেশীয় মুদ্রায় ১৪ হাজার ১০৫ কোটি টাকার মতো (প্রতি ডলার ১০৮ টাকা ৫০ পয়সা ধরে)। প্রাথমিকভাবে এই প্রকল্পে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা হবে ৫০০ মেগাওয়াট।

বিনিয়োগের প্রস্তাব দেওয়া ডেনমার্কের প্রতিষ্ঠান দুটি হলো যথাক্রমে কোপেনহেগেন ইনফ্রাস্ট্রাকচার পার্টনারস (সিআইপি) ও কোপেনহেগেন অফশোর পার্টনারস (সিওপি)। বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি খাতে সিআইপি ও সিওপি নেতৃস্থানীয় গ্রিনফিল্ড বিনিয়োগ ও নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। তারা ‘মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা’ অনুযায়ী এ দেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *